Saturday, May 28, 2011

BYPASS-E EK BIDESHINI / Mallika Sengupta


TOMAKE,DWITIYO NARI / Mallika Sengupta


AAPNI BOLUN,MARX / Mallika Sengupta


আজ কবি মল্লিকা সেনগুপ্ত মহাপ্রয়াণ করলেন; প্রণতি জানাই...
 
আপনি বলুন, মার্কস
মল্লিকা সেনগুপ্ত

 
ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল
দ্রাবিড় যে মেয়ে এসে গমবোনা শুরু করেছিল
আর্যপুরুষের ক্ষেতে, যে লালন করেছিল শিশু
সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে ?

আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়
নতুনযন্ত্রের যারা মাসমাইনের কারিগর
শুধু তারা শ্রম করে !
শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল
সেই শ্রমিকগৃহিণী
প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়
হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে
ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে
সেও কি শ্রমিক নয় !
আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে !

গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু
ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে
আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি !
আপনাকে মানায় না এই অবিচার

কখনো বিপ্লব হলে
পৃথিবীর স্বর্গরাজ্য হবে
শ্রেণীহীন রাস্ট্রহীন আলোপৃথিবীর সেই দেশে
আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে ?

Tuesday, May 17, 2011

JEHETU PROTHOM NAARI TUMI / Tushar Choudhury

যেহেতু প্রথম নারী তুমি 
তুষার চৌধুরী

মা দ্যাখো অরিষ্টনেমি যক্ষ এক পৌষের নরম রোদে যায়
মাথার ভিতরে নড়ে তোমার গহীন গর্ভগুল্ম তার ফুল
মা তুমি আবার বুনোফুল হ'লে আমি শূন্য শুঁড়িখানা ছেড়ে
পরাগরেণুতে নেমে যাবো, আমি এরকম কাল কাটাবো না

গর্ভমোচনের পর শুধু অঙ্গুরীয় শুধু গুপ্তধাতু যায়
মাথার ভিতরে এসে ভিড় করে দেবযোনি ধুতুরার নাভি
মা আমার গুপ্তজরা, পদ্মরেণু নয় - ধুলো - যযাতির রোম
ও গভীরে অঙ্গুরিত শাখাবাহু মরা মজ্জা রেতঃ কুষ্ঠ কুশ

মা আমার চালাঘর খোরপোষ নাই আমি তোমার গর্ভের বিছানায়
ঘুমোতে চেয়েছিলাম, তুমি ভুলে রেখে এলে পদ্মের পাতায়
শাদা ডিম অরক্ষিত গুটি আমি ভেসেছি জলে ও নীলিমায়
স্ফটিকের মধ্যে গেছি বুদ্বুদ পালক ফুঁড়ে ঋতুর কুহকে

মা আমি পালংকে শুয়ে রাজহংসীদের পেটে ফলিয়েছি সোনা
ও আমার বীজগুলি ফলেছে ফুসফুস হ'য়ে ডুমুরের বনে
আমাকে খরগোশ করো ও আমাকে দণ্ড দাও ফসলের দাঁতে
আমাকে রোদ্দুরে নাও ও আমাকে পুনরায় নির্গলিত করো

যেহেতু প্রথম নারী তুমি মর স্বর্গ ও পুংজন্ম দিয়েছিলে

DUI SHUNYE / SHAKTI CHATTOPADHYAY


DUTI KABITA / Shakti Chattopadhyay



SHABDO,MAANE DUIDIKE TAR MUKHTI / Shakti Chattopadhyay


PICHHONE-PICHHONE / Shakti Chattopadhyay