Sunday, July 15, 2012

HARIN / Bitashok Bhattachryya

হরিণ  
বীতশোক ভট্টাচার্য

কে তুমি আজ হরিণ, যাও, সঘনস্রোতে গগনে
তারা ছিটোও ; অদেখা খুর, শাণিত রুপো, অরণি
ও শিঙে জ্বলে ; কোথায় জল ? পায়ের তলে ধরণী
সরাও, আর হরিণ ধাও । সোনার কণা নয়নে

সোনার কণা শরীরে আরও ; এত অনল, হরিণী
নিলয় পায় তবে কোথায় ! কোথাও, কার চরণে
হিরণহার ছিঁড়ে লুটোয়, যা তুমি গেলে আমি নিই
মালায় গেঁথে -- বরণ কী এই রশ্মি খরকিরণে ।