| show details Mar 1 (2 days ago) |
অন্ধকার ও আমি
সেই যে দানাপুর এক্সপ্রেসে এ.সি. কামরায়
অন্ধকার উঠেছিল
আমার হাত ধরে,
তারপর থেকে অন্ধকার আমার সঙ্গে সঙ্গে
দিনে ও রাতে...
আমরা হেঁটে বেড়াই নদীর ধারে,
শিউলি বনে,
কখনো শহরের পথে
অন্ধকার ও আমি ছুটে ছুটে পার হই
জেব্রা-ক্রসিং
সেই যে দানাপুর এক্সপ্রেসে এ.সি. কামরা থেকে
অন্ধকার ও আমি হাত ধরাধরি...
এখন আমি অন্ধকারকে চিনি ভাল,
আলোর থেকে ঢের বেশি
বিষাদের ফেনা হাতে
কি করে রয়েছি দাঁড়িয়ে একা,
নিশুতির মাঠে ?
কি করে নদী থেকে দূরে,
ক্লান্তি ও ক্লেদে?
কেঁপে ওঠে বুক অস্পষ্ট অন্ধকারে...
আর, শূন্যতার বেলুন উড়ছে সারা আকাশ...
কি করে রয়েছি দাঁড়িয়ে একা
শিউলি-ফোটা-ভোর থেকে দূরে?
কি করে রয়েছি দাঁড়িয়ে
বিষাদের ফেনা হাতে?