Pages

Tuesday, April 19, 2011

MADONBHASMER POR / Birendra Chattopadhyay

মদনভস্মের পর

বীরেন্দ্র চট্টোপাধ্যায়



বীরেন্দ্র চট্টোপাধ্যায় (২/৯/১৯২০ - ১১/৯/১৯৮৫)
 
 
কুশল, তোমার কুশল পার্বতী!

স্বচ্ছ সরোবরে দেখ বয়েস ভাসে রক্তকমল
তুমি বুকের চন্দনের শোভা চোখের জলে ধুয়ে এসেছ,
বলো তোমার প্রার্থনা কী আছে কন্যা যার জন্য পদ্মকোরক শুকিয়ে যায়?
তুমি শ্মশানভস্ম মাখবে ব’লে কোমল স্তন কঠিন করো
সন্ন্যাসিনী;
কুশল, তোমার কুশল।


তৃণতরঙ্গ রৌদ্রে। রাত্রি শিবরাত্রি: ১৩৭৪


সৌজন্যে : কবিতার পাঠ