মদনভস্মের পর
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
বীরেন্দ্র চট্টোপাধ্যায় (২/৯/১৯২০ - ১১/৯/১৯৮৫)
স্বচ্ছ সরোবরে দেখ বয়েস ভাসে রক্তকমল
তুমি বুকের চন্দনের শোভা চোখের জলে ধুয়ে এসেছ,
বলো তোমার প্রার্থনা কী আছে কন্যা যার জন্য পদ্মকোরক শুকিয়ে যায়?
তুমি শ্মশানভস্ম মাখবে ব’লে কোমল স্তন কঠিন করো
সন্ন্যাসিনী;
কুশল, তোমার কুশল।
তৃণতরঙ্গ রৌদ্রে। রাত্রি শিবরাত্রি: ১৩৭৪
সৌজন্যে : কবিতার পাঠ