Pages

Tuesday, September 20, 2011

POUTTOLIK : 16 / Goutam Choudhury

গৌতম চৌধুরী
পৌত্তলিক:১৬

অজ্ঞাতবাসের দিন শেষ হল, এবার ফেরাও তোমাদের সুন্দরের দেশে
জামাকাপড়ের রং জ্বলে গেছে চুলে জট চোখে চশমা নেই
ভাতের গন্ধের মতো জ্যোৎস্নায় একদিন তবু তোমাদের মেয়েদের সাথে
কত খেলে গেছি আমি ভালোবেসে তোমাদের ছেলেদের সাথে
দেখেছি লোভের মতো ফুলে ওঠে পাথরের ইস্পাতের কাঠের বেলুন
ফেটে গ্যাছে পশ্চিমের বালুচরে রক্তে লাল হোগলার বনে
শুনেছি ঈশানী মাঠে তিনচক্ষু ভূতের বেহালা কীভাবে খেয়েছে চেটে রাখালের শাঁস
প্রেমের শস্যের গাঢ় ব্রতকথা ছিন্ন কোরে উঠোনে পড়েছে এসে কবন্ধের বমি
আমি সেই আলো আঁধারির মতো ক্ষমাহীন পরিচর্যাহীন সুন্দরকে বুঝিনি
তাই তার খোঁজে গেছি সমুদ্রঝাউয়ের হাহা শূন্যতার কাছে
ভূগর্ভমেঘের কালো উচ্ছ্বাসের ফেনার মুকুটে ভাসিয়ে দিয়েছি প্রশ্ন
আর সেই কালো ঊর্মি হিংস্র উত্তরের মতো আমাকে ফিরিয়ে দিল ছুঁড়ে
আবার মাটির দিকে যেখানে আগুন জ্বলে, মাটির হাঁড়িতে ভাত ফোটে