Pages

Tuesday, March 8, 2011

KONO DHORSHITAR PROTI / Yashodhara Roychoudhury

কোন  ধর্ষিতার প্রতি 
যশোধরা রায়চৌধুরী 
 
‘যাই বল , ওটা তুমি একটুও কি এনজয় করোনি?’
এরকমই ভাবে ওরা, পুরুষেরা । অথবা নারীরা ?
‘যাক বাবা বেঁচে গেছি, তাছাড়া  যে সেজেগুজে তুমি
বিদঘুটে পোষাক পরে চরতে গেছ আদাড়ে বাদাড়ে
কামকুক্কুরী হবে , নইলে কেউ পড়ে ওইসব
লোকের পাল্লায় ? ছি ছি! ভাবতেই পারছি না কী বেহায়া!’


এক চুল এদিকে ওদিকে শুধু খেলে যায় হাওয়ার মতন
ধর্ষণ ধর্ষণ খেলা আর সত্যি ধর্ষণের মানে -
পর্নো ছবি মর্মে যায়, লালেঝোলে ভেজা মধ্যরাতে
নীরবে নিভৃতে চলে কাল্পনিক শাড়িখুলেনেওয়া
যখন, প্রতিষ্ঠা পায় নারী মানে নর্দমার ছিদ্র, কুড়াদান...


হে ধর্ষিতা, তুমি জান, শরীর কোথায় শেষ হয়
কোথা থেকে শুরু হয় অদ্ভুত, দ্বিতীয় অপমান...