Pages

Thursday, August 18, 2011

JEBHABE KABITA LIKHI / Rahul Purakayastha

যেভাবে কবিতা লিখি
রাহুল পুরকায়স্থ

যেভাবে তোমাকে চাই, যেভাবে তোমার কথা ভাবি
যেভাবে বন্ধুভাষা আমাকেও খায়
যেভাবে পাখির ছায়া অতি সাবধানে
শহর পেরিয়ে একা গ্রামে উড়ে যায়