Pages

Saturday, August 20, 2011

LOGHU KABITA / Yashodhara Roychoudhury

লঘু কবিতা
যশোধরা রায়চৌধুরী

 রহস্যময় জলখাবার,   তোমাকে আমি খেতেই পারছি না।

 তোমাকে আমি ... তোমাকে আমি, আচ্ছা করে সাপটে নিয়ে তুলে

ঠোঁটের কাছে রাখতে চাই,
          জলখাবার , জল খাবার ভুলে
 বিষম খেয়ে মরেছি আমি সেই দিনই তো, যখন তোমার হলাম।

রহস্যময় জলখাবার,  তোমার দিকে যখনই মন দিলাম

তুমি দিয়েছ স্বপ্ন, যাদু, তুমি  দিয়েছ বানানো সব গল্প

নিজেকে তুমি লুকিয়ে রা...