Pages

Thursday, September 15, 2011

KANYAKUMARI / Bishnu Biswas

বিষ্ণু বিশ্বাস
কন্যাকুমারী

তুমি
দাঁড়িয়েছিলে
উত্তাল সমুদ্রঢেউয়ের পারে
খণ্ডিত পাথরস্তম্ভে...
অন্ধকার।
তোমার চুল উড়ে যাচ্ছে, নারকেল পাতার মতো চিরল,
চোখ মুদে আছে
বাতাসের অকরুণ ধ্যানে... তুমি
বিস্ময়কর!
উত্তাল সমুদ্রঢেউয়ের পারে
খণ্ডিত পাথরস্তম্ভে...
দৃশ্যমান।