Monday, April 18, 2011

KOMOL GAANDHAAR / Sridarshini Chakraborty

কোমল গান্ধার 

শ্রীদর্শিনী   চক্রবর্তী 

গরাদ থেকে গরাদে তোমার চিঠি চলে যাচ্ছে ফার্দিনান্দ,
প্রত্যেক চিঠিতে তুমি ঝুলিয়ে দিয়েছ ট্যাগ,
মৃদুমন্দ ডিসকাউন্ট কুপন --
সেলের বাজার, তাতে মৃতবৎসা নাইটি বিক্রি করে।
কোণার দোকানে গান, নাটকের গুঞ্জন তাই
আমাকে সেখানে টেনে আনে --
অথচ চোখ বুজলেই সুবর্ণরেখা, আর ছলাৎছল বন্দরকথন ওড়ে
আর্বান সোনাটা বেয়ে মিরান্দার জন্য ডাক আসে -
বোঝানো গেলো না বলে এ'জন্মে উত্তর সাধিনি।
বাজার নির্জন আর
অস্বাভাবিক কিছু ওড়না বিক্রেতায় রঙদার,
ওদের হাতের ভাঁজে অবিকল ঝুলে আছে আমাদের অঙ্গীকারগুলি।