Tuesday, April 19, 2011

SRIKRISHNER PROTI ARJUN / Jugantar Chakrabarty

শ্রীকৃষ্ণের প্রতি অর্জুন 

যুগান্তর চক্রবর্তী


যুগান্তর চক্রবর্তী (জন্ম. রেঙ্গুন ৩/১০/১৯৩৩ . মৃত্যু : ২০/০২/২০১১ কলকাতা )

উত্তর তোমার সব জানা আছে, দিয়েছ উত্তর।
কিন্তু জিজ্ঞাসাই যার জীবন, অব্যক্ত হতে যারে
অব্যক্তে পৌঁছাতে ফের ব্যক্ত হতে হয় বারে বারে
সেই জানে কুরুক্ষেত্র,—তাই প্রশ্ন, তাই, অতঃপর...

বিপন্নতা আমারই তো, পরাজয়, সেও তো আমার,
জানি তুমি রাখো নাই আমার ধ্বংসের কোনো সীমা।
চতুর্দিক জুড়ে দেখি জল মাটি পাতাল নীলিমা
এবং তোমার মুখ,—তাই প্রশ্ন, তাই, অশ্রুধার...

অগ্রসর হতে হবে আরো দূর, কিন্তু কত দূর?
শিল্পের আক্রোশ থেকে চৈতন্যের দূরত্ব যতটা?
ব্যবহৃত হতে হবে, তবু যার শেষ বিরুদ্ধতা
ভাঙে সব অভিজ্ঞান, গর্ভের বিশাল অন্তঃপুর

দীর্ণ করে। শুরু হল নশ্বর অলীক যাতায়াত।
তাই প্রশ্ন অরুন্তুদ, ধর্মহীন, তাই, রক্তপাত...



স্মৃতি বিস্মৃতির চেয়ে আরো কিছু বেশী, ১৯৬৮
 
সৌজন্যে : কবিতার পাঠ