Saturday, June 7, 2014

Duti Kabita / Prasun Bhaumik

পিকনিক

প্রসূন ভৌমিক

অপূর্ব বাগানবাড়ি, পিকনিকে এসেছে বন্ধুরা
কত বন্ধু, বন্ধুপত্নী, ফুলে ফুলে তাদের সন্তান
নাচে গানে মিলনতীর্থে উদ্ধোধন হচ্ছে প্রত্যেকের

শুধুমাত্র একজন, খোঁচা দাড়ি এসেছে একাকী
গান গাইছে, মদ খাচ্ছে, নেচেকুদে মাতাচ্ছে আসর

একা, তবু এত নাচ পছন্দ হচ্ছে না যাদের
তারা কেউ দ্যাখেনি ওই একা একা আসা বন্ধুটির
অশ্রু-গঙ্গা বয়ে যায় বাগানবাড়ির পাশ দিয়ে
আর সেই গঙ্গাবক্ষে পরির মতোন এক মেয়ে
নৌকোর মাথায় বসে বলছে মাঝিকে
. মাঝিচাচা,
ও আমার বুয়া হয়, ওই যে নাচছে-----
. ও আমার বাবা


পাগলা সানাই 

প্রসূন ভৌমিক

রাত্রি গভীর হল
একবার দরজা খোলো
মেয়ের ঘুমন্ত গালে
গোটা দশ চুমু খেয়ে
চলে যাব দূরে------

দুরন্ত মেয়ের মুখ
ঘুমের ভেতর আজও
কীরকম অসহায়
দেখতে এসেছে বাবা
বহু পথ ঘুরে

দ্বার খোলো দ্বার খোলো
থাকতে আসিনি, শুধু
একটা খেলনা নীল
ওর বিছানার পাশে
রেখে যেতে চাই


ভোরের পাখির ডাকে
ঘুম ভাঙলে মেয়েটাকে
জানিও ফকির এক
রেখে গেছে উপহার
পাগলা সানাই

No comments: