Sunday, August 21, 2011
Saturday, August 20, 2011
SWOPNADESH / Bishwajit Ponda
বিশ্বজিৎ পণ্ডা
স্বপ্নাদেশ
স্বপ্নাদেশ
কোনও ক্ষোভ ছাড়াই যে মৃত্যুকে বরণ করে, শুধু তাকেই সঙ্গে নেবে। সোজা-সরল বা চালাক, দু- ধরনের মানুষই ঘৃণ্য। বাড়ি ফেরার পথে গাছ চিনে রাখবে। সাপের ডাক শুনলে আগুন সাক্ষী রেখে প্রণাম করবে। কারুর ঘুম ভাঙাবে না। জলে ডুববে প্রচুর শ্বাস নিয়ে। পিছন ফিরে তাকেবে না। পেছন থেকে কাউকে ডাকবেও না। এ জগতে গোপনীয় কিচ্ছু নেই, এক বিশ্বাসঘাতকতা ছাড়া। বোবারও শত্রু আছে। উত্তর দিকে মাথা করে শোবে না। জানালার দিকে পেছন ফিরে জুয়ো খেলতে বসবে না। যেখানেই থাক, পুব দিকটা মনে রাখবে। জলে কারুর নাম লিখবে না। যাকে মনে করতে চাও বা ভুলতে চাও, দক্ষিণের বাতাসকে তার নাম বলবে বারবার তিনবার। মচকাবে কিন্তু ভাঙবে না। যে ঘরের সামনে নিমগাছ আছে, সেখানেই রাত কাটাবে, ছাতা মাথায় চাষ করবে না, টাকায় নিজের নাম লিখবে না। নক্ষত্র অন্ধকার দূর করে না, তবু তাদের অকপটে বলবে, কোত্থেকে আসছ, কোথায় যাবে। শবানুগমন শুভ। দিনান্তে কাক ডাকলে বুঝবে, অর্থাগম ও নিকট আত্মীয় বিয়োগ আছে। মাছের মাথায় আগে পচন ধরে। সংখ্যাকে বিশ্বাস করবে না। এই সরকারকেও বিশ্বাস করবে না। নিজেই দেশ ছেড়ে যাবে না। চন্দ্রের চারদিকে বলয় দেখলে জানবে, দেশে দুর্দিন আসছে। তোমার সঙ্গে আগুনের সম্পর্ক মনে রাখবে এবং আগুনের অপূর্ব ব্যবহারও মনে রাখবে। বৃষ্টি দিয়ে সময়ের হিসেব করবে। অনশন প্রত্যাহার করবে না। অপেক্ষা করবে। তারপরও অপেক্ষা করবে। রাস্তায় যে কুকুর তোমার পিছু নিয়েছে, তাঁকে কখনো ত্যাগ করবে না।
Labels:
Bishwajit Ponda
LOGHU KABITA / Yashodhara Roychoudhury
লঘু কবিতা
যশোধরা রায়চৌধুরী
রহস্যময় জলখাবার, তোমাকে আমি খেতেই পারছি না।
তোমাকে আমি ... তোমাকে আমি, আচ্ছা করে সাপটে নিয়ে তুলে
ঠোঁটের কাছে রাখতে চাই,
জলখাবার , জল খাবার ভুলে
বিষম খেয়ে মরেছি আমি সেই দিনই তো, যখন তোমার হলাম।
রহস্যময় জলখাবার, তোমার দিকে যখনই মন দিলাম
তুমি দিয়েছ স্বপ্ন, যাদু, তুমি দিয়েছ বানানো সব গল্প
নিজেকে তুমি লুকিয়ে রা...
যশোধরা রায়চৌধুরী
রহস্যময় জলখাবার, তোমাকে আমি খেতেই পারছি না।
তোমাকে আমি ... তোমাকে আমি, আচ্ছা করে সাপটে নিয়ে তুলে
ঠোঁটের কাছে রাখতে চাই,
জলখাবার , জল খাবার ভুলে
বিষম খেয়ে মরেছি আমি সেই দিনই তো, যখন তোমার হলাম।
রহস্যময় জলখাবার, তোমার দিকে যখনই মন দিলাম
তুমি দিয়েছ স্বপ্ন, যাদু, তুমি দিয়েছ বানানো সব গল্প
নিজেকে তুমি লুকিয়ে রা...
Labels:
Yashodhara Roychoudhury
Thursday, August 18, 2011
ZEBRAMASTER-2 / Majnu Shah
জেব্রামাস্টার-২
মজনু শাহ
যখন তুমি মেয়েমানুষ থেকে দূরে আছ, পড়তে পারো চিহ্নবিজ্ঞান,
চাঁদের নিচে ডিগবাজি খেতে পারো কিছুক্ষণ বা বানাতে পারো চাবুক।
আসলে তোমার জন্যে কোথাও অপেক্ষা করে আছে কাঠবেড়ালি, তার বগলে
এ বছরের রাশিফলের বই, আর অন্য হাতে সেক্স-পিস্তল।
যখন তুমি পুরুষমানুষ থেকে দূরে সরে আছ, খাও যত ইচ্ছে পপকর্ন
নিজের ভয়ঙ্কর গোপন কথাগুলো নিজেকেই আরেকবার শোনাও
ফিসফিস করে । একখানা জ্যান্ত কবিতার বই সঙ্গে রেখো, তোমার দিকে
এগিয়ে আসা বিচ্ছুগুলো পিটিয়ে মারার জন্য ওটা লাগবে। খবরদার,
ভুলেও খরগোশ কোলে নিয়ো না, যা দিনকাল পড়েছে, স্তনে আঁচড়
দেবার ঘটনা গত পরশুও ঘটেছে ভূতের গলিতে। এ-সময় ইউক্লিডের
উপপাদ্যগুলো মনে আছে কিনা, সেটা আঙুল দিয়ে লিখে দেখতে পারো বালিতে।
Labels:
Majnu Shah
GONITSUTRO / Pallab Bhattachryya
গনিতসূত্র
পল্লব ভট্টাচার্য
ধরো, ফেলে-যাওয়া একটা সাপের খোলসে তুমি ঢুকে গেলে,
আর তখনি দেখতে পেলে, দিগ্বিদিক ঝলমল করে
ছুটে আসছে এক প্রায়ান্ধ ময়ূর।
তখন সাপ হিসাবে তোমার যে ভয়য়, আর মানুষ হিসাবে যে
মুগ্ধতা, তুমি কি তাকেই বলবে তোমার ভবিষ্যৎ?
Labels:
Pallab Bhattachryya
JEBHABE KABITA LIKHI / Rahul Purakayastha
যেভাবে কবিতা লিখি
রাহুল পুরকায়স্থ
যেভাবে তোমাকে চাই, যেভাবে তোমার কথা ভাবি
যেভাবে বন্ধুভাষা আমাকেও খায়
যেভাবে পাখির ছায়া অতি সাবধানে
শহর পেরিয়ে একা গ্রামে উড়ে যায়
Labels:
Rahul Purakayastha
Tuesday, August 16, 2011
BURHO / Shankha Ghosh
বুড়ো
শঙ্খ ঘোষ
দাহকাজ সাংগ করে যে যার মতো ফিরে গেছে সবাই
গোটা পাড়া শুনশান
কাছেই শেয়াল ডাকছে
ঘরের পাশে লেগে-থাকা রক্তদাগ মুছে নিতে নিতে
বিড়বিড় করছে দাওয়ায় বসে-থাকা একলা বুড়ো
জেগে থাকাও
জেগে থাকাও একটা ধর্ম।
শঙ্খ ঘোষ
দাহকাজ সাংগ করে যে যার মতো ফিরে গেছে সবাই
গোটা পাড়া শুনশান
কাছেই শেয়াল ডাকছে
ঘরের পাশে লেগে-থাকা রক্তদাগ মুছে নিতে নিতে
বিড়বিড় করছে দাওয়ায় বসে-থাকা একলা বুড়ো
জেগে থাকাও
জেগে থাকাও একটা ধর্ম।
Labels:
Shankha Ghosh
MEGHER JONYO,SETUR JONYO / Rajib Sinha
মেঘের জন্য,সেতুর জন্য
রাজীব সিংহ
রাজীব সিংহ
মন মানেনা একটা অসুখ মধ্যিখানে নদী
নদীর পাশে চোরাবালি মুগ্ধ হয়ে যদি
তক্ষুণি কেউ করলো তাড়া রাত্রি বিষম ঘোর
ঘোর সে পাগল থমকে একা কলেজস্কোয়ার মোড়
মোড় পেরোতেই একশো আগুন এবং কসমেটিক্স
কসম কাটো রাধার নামে বন্ধ পোলিটিক্স
পোলিওটিকা দেড় মাসে দাও স্বাস্থ্যটাকে চেনো
চিনবে আমায় শালবনেতে খাচ্ছি যেথায় ধেনো
ধেনোর পাশে শালপাতাতে সাজিয়ে ছোলার চাট
চাটের স্বাদে শূণ্যে ভাসি পেরিয়ে সবুজ মাঠ
মাঠ মানে তো রোদ্দুরে তার ভাসছে বসতবাড়ি
বাড়ির সাথে আলভোলা তার ঠোঁটের জন্মআড়ি
আর যাবোনা অন্য কোথাও মন মানেনা আজ
আজ তুমি মেঘ ভাঙতে থাকো তোমার রাধার সাজ
নদীর পাশে চোরাবালি মুগ্ধ হয়ে যদি
তক্ষুণি কেউ করলো তাড়া রাত্রি বিষম ঘোর
ঘোর সে পাগল থমকে একা কলেজস্কোয়ার মোড়
মোড় পেরোতেই একশো আগুন এবং কসমেটিক্স
কসম কাটো রাধার নামে বন্ধ পোলিটিক্স
পোলিওটিকা দেড় মাসে দাও স্বাস্থ্যটাকে চেনো
চিনবে আমায় শালবনেতে খাচ্ছি যেথায় ধেনো
ধেনোর পাশে শালপাতাতে সাজিয়ে ছোলার চাট
চাটের স্বাদে শূণ্যে ভাসি পেরিয়ে সবুজ মাঠ
মাঠ মানে তো রোদ্দুরে তার ভাসছে বসতবাড়ি
বাড়ির সাথে আলভোলা তার ঠোঁটের জন্মআড়ি
আর যাবোনা অন্য কোথাও মন মানেনা আজ
আজ তুমি মেঘ ভাঙতে থাকো তোমার রাধার সাজ
Labels:
Rajib Sinha
Sunday, August 14, 2011
Subscribe to:
Posts (Atom)