জলের ভেতরে ডুব
[কবি অরুণেশ ঘোষ, স্মরণীয়েষু]
তপন বাগচী
তুমি ভিড়েছিলে একাকী নিজের মতে
তুমি গেয়েছিলে গুহা মানুষের গান
তুমি শুঁকেছিলে বাতাসপোড়ানো ঘ্রাণ
তুমি হেঁটেছিলে কুচবিহারের পথে
নাম লেখা ছিল হাংরি জেনারেশনে
অন্তর জুড়ে অধরার অনুভব
জলের ভেতরে ডুব দিলে আনমনে
সন্ন্যাসী কবি শ্মশানের পথে শব
মেঘে মেঘে বেলা সত্তর হলো জানি
শেষ হলো বুঝি জীবনের জার্নাল
বাতাসেরা আজ করে শুধু কানাকানি
কবিতার মুখে যায় কেটে সুরতাল।
কবি থেমে যায় থামে না শব্দখেলা
কবিতার পথে তাই হাঁটি সারাবেলা।