নাভি
বিপুল চক্রবর্তী
দিগন্ত থেকে লাফিয়ে নেমেছে মানুষ
জয়দেবের মেলায়
নদী ফুঁড়ে উঠে এসেছে মানুষ
জয়দেবের মেলায়
আমিও এসেছি
কুষ্ঠ ও গীতগোবিন্দের পাশে, মাথানিচু
দাঁড়িয়ে থেকেছি
বাউলের দরবেশের তাড়িত গানের পাশে, চুপ
দাঁড়িয়ে থেকেছি
মকরস্নানের পাশে, সারা গায়ে ধুলো
দাঁড়িয়ে থেকেছি
বটের ঝুরির মতো নেমেছে মানুষ
কেউ বলে, নাভি থেকে
কেউ বলে, নভ থেকে
মাটির এমনই টান তার কাছে সব নেমে আসে
নাভি নেমে আসে নভ নেমে আসে
আমিও এসেছি...