Thursday, April 7, 2011

DEKHE NEBEN / Tushar Roy



















দেখে নেবেন
তুষার রায়



বিদায় বন্ধুগণ,গনগনে আঁচের মধ্যে
শুয়ে এই শিখার রুমাল নাড়া নিভে গেলে
ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা !
এখন আমার কোনো কষ্ট নেই অক্সিজেনের অভাবে,কেননা আমি
জেনে গিয়েছি দেহ মানে ক্ষুধা ও যৌনতা ছাড়া কিছু অনিবার্য পরম্পরা
দেহ কখনো প্রদীপ সলতে ঠাকুরঘর
তবু তোমরা বিশ্বাস করো নি
বার বার বুক চিরে দেখিয়েছি প্রেম,বার বার
পেশী এ্যানাটমী শিরাতন্তু দেখাতে মশায়
আমি গেঞ্জি খোলার মতো খুলেছি চামড়া নিজেই শরীর
থেকে টেনে,
তারপর হার মেনে বিদায় বন্ধুগণ,
গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়ছি
নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা !