Tuesday, March 27, 2012

BUNO HNAS / Jibanananda Das

বুনো হাঁস
জীবনানন্দ দাশ

তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,
হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁস;

মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ;

উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক

কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেল পর

উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোছনার ভিতর।

(বনলতা সেন)