Monday, March 19, 2012

KAJORI GOLAP-14 / Punyoshlok Dasgupta

কাজরি গোলাপ-১৪
পুণ্যশ্লোক দাশগুপ্ত


বুক ভরে নেবো প্রচুর সবুজ ক্যাম্পেন হবে কাজরি মাখানো
স্রেফ নিসর্গ ষোড়শী-ওড়না বুটিক দিদিকে ড্রয়িং শেখবো
নাচের প্রলেপ মেখে নিয়ে আমি উড়ে যাব সেই প্যারিস আঁচলে
সেখানে আমার কাজরি-গোলাপ মহাভোজ দেবে প্রেমের আকাশে
জ্বর সেরে গেছে আইসক্রিমের ইতালি-ওয়াইন ট্র্যাজিক জার্নি
লালনের আমি আখড়া সাজাই ফরিদার গান পাখির পালক
ঢাকেশ্বরীর মুঠো মুঠো চাঁদ সেখানে আমার বাসর সাজাই
আমার জীবন বলিউড জানে ঠিকঠাক আছে রোমান্টিকেতে
পোস্টার দাও আকাশে বাতাসে কাজরি আমার পার্থসারথি
গ্রাফিক-মডেলে আমি জ্যোৎস্নার আলোকচিত্রী
নভেল লিখছি কাজরি জামান আমার রাত্রি আমার টেরেস
বুককেসে তার সাজানো রয়েছে কোলাজ-পাজামা রট আয়রন
কোষগুলো কেন এখনো অকেজ কাজরি গোলাপে স্নানের জল
খোলা রেখে দাও মনের জানলা ভালো করে আজ ঘুমোতে দাও