বুড়ো
শঙ্খ ঘোষ
দাহকাজ সাংগ করে যে যার মতো ফিরে গেছে সবাই
গোটা পাড়া শুনশান
কাছেই শেয়াল ডাকছে
ঘরের পাশে লেগে-থাকা রক্তদাগ মুছে নিতে নিতে
বিড়বিড় করছে দাওয়ায় বসে-থাকা একলা বুড়ো
জেগে থাকাও
জেগে থাকাও একটা ধর্ম।
শঙ্খ ঘোষ
দাহকাজ সাংগ করে যে যার মতো ফিরে গেছে সবাই
গোটা পাড়া শুনশান
কাছেই শেয়াল ডাকছে
ঘরের পাশে লেগে-থাকা রক্তদাগ মুছে নিতে নিতে
বিড়বিড় করছে দাওয়ায় বসে-থাকা একলা বুড়ো
জেগে থাকাও
জেগে থাকাও একটা ধর্ম।