Thursday, August 18, 2011

GONITSUTRO / Pallab Bhattachryya


গনিতসূত্র
 
পল্লব ভট্টাচার্য

ধরো, ফেলে-যাওয়া একটা সাপের খোলসে তুমি ঢুকে গেলে,
আর তখনি দেখতে পেলে, দিগ্বিদিক ঝলমল করে
ছুটে আসছে এক প্রায়ান্ধ ময়ূর।

তখন সাপ হিসাবে তোমার যে ভয়য়, আর মানুষ হিসাবে যে
মুগ্ধতা, তুমি কি তাকেই বলবে তোমার ভবিষ্যৎ?