জেব্রামাস্টার-২
মজনু শাহ
যখন তুমি মেয়েমানুষ থেকে দূরে আছ, পড়তে পারো চিহ্নবিজ্ঞান,
চাঁদের নিচে ডিগবাজি খেতে পারো কিছুক্ষণ বা বানাতে পারো চাবুক।
আসলে তোমার জন্যে কোথাও অপেক্ষা করে আছে কাঠবেড়ালি, তার বগলে
এ বছরের রাশিফলের বই, আর অন্য হাতে সেক্স-পিস্তল।
যখন তুমি পুরুষমানুষ থেকে দূরে সরে আছ, খাও যত ইচ্ছে পপকর্ন
নিজের ভয়ঙ্কর গোপন কথাগুলো নিজেকেই আরেকবার শোনাও
ফিসফিস করে । একখানা জ্যান্ত কবিতার বই সঙ্গে রেখো, তোমার দিকে
এগিয়ে আসা বিচ্ছুগুলো পিটিয়ে মারার জন্য ওটা লাগবে। খবরদার,
ভুলেও খরগোশ কোলে নিয়ো না, যা দিনকাল পড়েছে, স্তনে আঁচড়
দেবার ঘটনা গত পরশুও ঘটেছে ভূতের গলিতে। এ-সময় ইউক্লিডের
উপপাদ্যগুলো মনে আছে কিনা, সেটা আঙুল দিয়ে লিখে দেখতে পারো বালিতে।