মেঘের জন্য,সেতুর জন্য
রাজীব সিংহ
রাজীব সিংহ
মন মানেনা একটা অসুখ মধ্যিখানে নদী
নদীর পাশে চোরাবালি মুগ্ধ হয়ে যদি
তক্ষুণি কেউ করলো তাড়া রাত্রি বিষম ঘোর
ঘোর সে পাগল থমকে একা কলেজস্কোয়ার মোড়
মোড় পেরোতেই একশো আগুন এবং কসমেটিক্স
কসম কাটো রাধার নামে বন্ধ পোলিটিক্স
পোলিওটিকা দেড় মাসে দাও স্বাস্থ্যটাকে চেনো
চিনবে আমায় শালবনেতে খাচ্ছি যেথায় ধেনো
ধেনোর পাশে শালপাতাতে সাজিয়ে ছোলার চাট
চাটের স্বাদে শূণ্যে ভাসি পেরিয়ে সবুজ মাঠ
মাঠ মানে তো রোদ্দুরে তার ভাসছে বসতবাড়ি
বাড়ির সাথে আলভোলা তার ঠোঁটের জন্মআড়ি
আর যাবোনা অন্য কোথাও মন মানেনা আজ
আজ তুমি মেঘ ভাঙতে থাকো তোমার রাধার সাজ
নদীর পাশে চোরাবালি মুগ্ধ হয়ে যদি
তক্ষুণি কেউ করলো তাড়া রাত্রি বিষম ঘোর
ঘোর সে পাগল থমকে একা কলেজস্কোয়ার মোড়
মোড় পেরোতেই একশো আগুন এবং কসমেটিক্স
কসম কাটো রাধার নামে বন্ধ পোলিটিক্স
পোলিওটিকা দেড় মাসে দাও স্বাস্থ্যটাকে চেনো
চিনবে আমায় শালবনেতে খাচ্ছি যেথায় ধেনো
ধেনোর পাশে শালপাতাতে সাজিয়ে ছোলার চাট
চাটের স্বাদে শূণ্যে ভাসি পেরিয়ে সবুজ মাঠ
মাঠ মানে তো রোদ্দুরে তার ভাসছে বসতবাড়ি
বাড়ির সাথে আলভোলা তার ঠোঁটের জন্মআড়ি
আর যাবোনা অন্য কোথাও মন মানেনা আজ
আজ তুমি মেঘ ভাঙতে থাকো তোমার রাধার সাজ